দেশের বেসরকারি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ এপ্রিল এই সম্মেলন হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান মো. জহুরুল হক, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুর রশিদ, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. আলী নাহিদ খান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের প্রধান মো. আবুল কালাম আজাদ ও খুলনা অঞ্চলের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৮ সালের পরবর্তী সময়ের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এসআর