বরিশালে আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ষষ্ঠ শাখার উদ্বোধন হয়েছে।বুধবার দুপুরে নগরীর অনামী লেনের সাগরিকা ভবনের তৃতীয় তলায় এর কার্যক্রম শুরু হয়।
কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী শাখাটির উদ্বোধন করেন।
বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল আউয়াল হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এজেডএম আকরামুল হক, উদ্যোক্তা পরিচালক ও প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের আর্থিক খাতে প্রতিষ্ঠানটি অবদান রাখছে বলে জানান বক্তারা।
আরও পড়ুন :
- শিশুদের জন্য ‘সেফ ইন্টারনেট আউটরিচ প্রোগ্রাম’ শুরু গ্রামীণফোনের
- ফ্ল্যাট নির্মাণে ঋণ, বছরে সরকারের ভর্তুকি ৯০০ কোটি টাকা
এসআর