শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাসহ কয়েকটি উপজেলা পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছে। এতে বাজার, ঘর বাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্রিজ-কালভার্ট ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ সীমাহীন দুর্দশার মাঝে দিন কাটাচ্ছে।
এ অবস্থায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
এসআর