চট্টগ্রাম রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলি নদীর তীরে ‘কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্প’র কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। এরইমধ্যে নতুন এ প্রকল্পের পানি সরবরাহ শুরু হয়েছে।
দীর্ঘ ২৮ বছর পর পানি উৎপাদন বেড়েছে চট্টগ্রাম ওয়াসায়। দিনে ১৪ কোটি লিটার বেশি পানি পাচ্ছে সংস্থাটি। ফলে আগের তুলনায় বেশি পানি পাচ্ছেন নগরবাসী। এতে জনমনে এসেছে কিছুটা স্বস্তি।
ওয়াসা বলছে, নতুন প্রকল্প ঠিকভাবে কাজ করলে চাহিদার ৭০ শতাংশ পানি সরবরাহ সম্ভব। আগে যা ছিল মাত্র ৪২ শতাংশ।
আবার অনেক পুরোনো হওয়ায় বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ লাইনে লিকেজ দেখা দিয়েছে। এতে অপচয় হচ্ছে প্রচুর পানি।
ওয়াসা কর্তৃপক্ষের দাবি, এ জন্য নতুন লাইন বসানোর কাজ চলছে। ২০২০ সালের মধ্যে প্রকল্পের শতভাগ সুফল পাবে চট্টগ্রামবাসী।
এম/ এস