• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হয়ে গেলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রীতি ক্রিকেট ম্যাচ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ মার্চ ২০১৯, ১৭:৩৪

হয়ে গেলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা বনাম চট্টগ্রাম অঞ্চলের প্রীতি ক্রিকেট ম্যাচ।শনিবার সাভারের বিকেএসপি-তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মধ্যে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা ওয়ারিয়র্সকে ৮ উইকেটে পরাজিত করে চট্টগ্রাম নাইটস্।

চট্টগ্রাম নাইটস্-এর মোঃ জাহাঙ্গীর আলম অপরাজিত ৪৫ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং শাবিবুল আজম সর্বোচ্চ ৪৭ রান করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ হাফিজুর রহমান, প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস. এম. নজরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে নিয়োগ
নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না: ফয়জুল করীম
আকর্ষণীয় বেতনে অক্সফামে নিয়োগ, কর্মস্থল ঢাকায়
স্নাতক পাসে চাকরি দিচ্ছে পদ্মা ব্যাংক