রাত পোহালেই শুরু দেশের সবচেয়ে বড় আইসক্রিম ফেস্ট
আর মাত্র একদিন বাকি। রাত পোহালেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় আইসক্রিম ফেস্টিভ্যাল। শীর্ষ আইসক্রিম ব্র্যান্ড ইগলু এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই ফেস্ট অনুষ্ঠিত হবে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
ইগলুর আমন্ত্রণেই উৎসব মাতাতে আসছেন নগর বাউল খ্যাত জেমস। ফেস্টিভ্যালের শুরুর দিনই দর্শকদের নিয়ে মঞ্চ কাঁপাবেন তিনি।
এ বিষয়ে ব্যান্ড সংগীত গুরু জেমস বলেন, আগামীকাল ২৫ এপ্রিল আমি ইগলু আইসক্রিম ফেস্টিভ্যালে আসছি। দেখা হবে, গান হবে।
তিন দিনের এই উৎসবে সবাইকে ইচ্ছেমতো আইসক্রিম খাওয়ার সুযোগ করে দিচ্ছে ইগলু। তবে তার জন্য এন্ট্রি ফি দিতে হবে। বয়স্কদের জন্য এই ফি জনপ্রতি ৫০০ টাকা আর বাচ্চাদের জন্য ৩০০ টাকা।
ফির টাকা বিকাশে পেমেন্ট করলে বা রবির ধন্যবাদ গ্রাহক হলে অথবা শিক্ষার্থী হলে তার জন্য ২০ শতাংশ ছাড় থাকছে। উৎসব থেকে ইচ্ছেমতোই খেতে পারবেন আইসক্রিম।
প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।
ফেস্টিভ্যালের দ্বিতীয় এবং তৃতীয় দিনও থাকছে সংগীত আয়োজন। অর্ণব এবং আর্টসেলের পরিবেশনা থাকবে ২৬ এপ্রিল আর মিনার এবং সোলস থাকবে ২৭ এপ্রিল।
ইগলুর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তী আরটিভি অনলাইনকে বলেন, প্রতিবারের মতো এবারও ঢাকার বুকে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়, আপনাদের সবার প্রিয় ‘ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল । উৎসবে সারাদিনব্যাপী আনলিমিটেড আইসক্রিম আর প্রিয় তারকাদের লাইভ মিউজিক উপভোগ করতে পারবেন ইগলুর সাথে।
তিনি বলেন, আমাদের প্রস্তুতি এরইমধ্যে প্রায় শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষার প্রহর কাটার পালা।
এস
মন্তব্য করুন