ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এস আলম সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো এফএসআইবিএল

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ০৭ মে ২০১৯ , ১১:৩৩ এএম


loading/img

চট্টগ্রামে অনুষ্ঠিত এস আলম সিমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর শিরোপা নির্ধারণী ম্যাচে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। 

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের নির্ধারিত ২০ ওভারে ০৯ উইকেট হারিয়ে ১৪৪ রানের টার্গেট প্রদান করে। 

জবাবে ব্যাট করতে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করেন ১৭ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৫* রান করেন আরিফ নেওয়াজ (এফএসআইবিএল) ও সর্বোচ্চ ০৪ উইকেট নেন মোঃ জিয়াউদ্দিন চৌং (এফএসআইবিএল)। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ জিয়া উদ্দিন চৌং (এফএসআইবিএল)। 

বিজ্ঞাপন

এছাড়া ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সাদ্দাম হোসেন (এফএসআইবিএল), সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাফায়েত আহমেদ (এফএসআইবিএল)। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন মোঃ র্মোশেদুল আলম, পরিচালক, এস আলম গ্রুপ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসটু চেয়ারম্যান মোঃ আকিজ উদ্দিন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আঞ্চলিক প্রধানরা ও উভয় ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |