• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

বাংলাদেশ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিকারী শীর্ষ ২০ দেশের তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮
বাংলাদেশ, বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংক ২০২০ সালের ব্যবসার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিকারী শীর্ষ ২০ দেশের এক তালিকা প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশ। খবর পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনের।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে নতুন কোম্পানি নিবন্ধনের জন্য নির্ধারিত ফি কমানো এবং ডিজিটাল সার্টিফিকেশন ফি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া এদেশে বিদ্যুৎ সংযোগ এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া যথেষ্ট সহজ।

বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় ঠাঁই পাওয়া অন্য দেশগুলোর মধ্যে আছে- ভারত, পাকিস্তান, মিয়ানমার, চীন, সৌদি আরব, কুয়েত, জর্ডান ও কাতার।

বিশ্বব্যাংক জানায়, ব্যবসার জন্য নেয়া সংস্কারমূলক পদক্ষেপের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। এক্ষেত্রে একটি দেশ চলতি বছর পরের বছরে ব্যবসার জন্য কতটি অঞ্চলে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে বিবেচিত হয়।

আরও জানায়, এসব পদক্ষেপ আগের বছরের তুলনায় কতটা ধারাবাহিক তাও বিবেচনা করা হয়। তবে এটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিকারী দেশগুলোর পূর্ণাঙ্গ তালিকা নয়। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে আগামী ২৪ অক্টোবর।

কে/পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না: ডা. জাহিদ
এ বছর ১২৪ জন বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া
প্রথম ওয়ানডেতে বুধবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
বাংলাদেশকে ২৫ কোটি ডলার দ্রুত দিতে বলেছে আদানি