ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কার্গো বিমানে পেঁয়াজ এলেই দাম কমবে: বাণিজ্য সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ , ০৫:০৬ পিএম


loading/img

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেছেন, কার্গো বিমানে করে আমদানি করা পেঁয়াজ আগামীকাল (মঙ্গলবার) দেশে এসে পৌঁছাবে। ফলে শিগগিরই পেঁয়াজের দাম কমে আসবে।

বিজ্ঞাপন

সচিবালয়ে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব আরও বলেন, মিশর, তুরস্ক ও চীন থেকে কার্গো বিমানে করে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দেশে এসে পৌঁছালে দাম কমে আসবে। মিনিমাম রপ্তানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎগতিতে কার্গো বিমানে করে এসব দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব আরও বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত ২৫০০ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশিল করার জন্য টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম ঢাকাসহ সারাদেশে জোরদার করা হয়েছে।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |