ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কটন আমদানির নতুন ক্ষেত্র খোঁজা হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭ , ০৯:০১ পিএম


loading/img

বিদেশে থেকে কটন আমদানির খরচ কমানোর পাশাপাশি আমদানির নতুন নতুন জায়গা খুঁজছে সরকার। বললেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

বিজ্ঞাপন

রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কটন সামিট উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে গার্মেন্টস খাত থেকে ৫ হাজার কোটি ডলার রপ্তানি আয় নিশ্চিত করতে হলে মানসম্পন্ন কটন আমদানির সঙ্গে দেশেও এর উৎপাদন বাড়াতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী সামিটে ১২টি দেশের ব্যবসায়ী ও সরকার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এমসি/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |