• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

খুলছে না রাজধানীর গাউছিয়া ও চাঁদনী চক মার্কেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মে ২০২০, ১৯:২৫
কাল থেকে খুলবে ঢাকার যেসব মার্কেট

রাজধানীর মিরপুর রোডের জনপ্রিয় বিপণিবিতান গাউছিয়া ও চাঁদনী চক খুলছে না। আজ শনিবার দুপুরে এক বৈঠকে ওই এলাকা ও আশপাশের এলাকার ১১টি বিপণিবিতানের ব্যবসায়ীরা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনিচকসহ এলাকার ১১টি মার্কেট না খুললেও ব্যাংক লোন সহায়তা চেয়েছেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম ও চাঁদনী চক বিজনেস সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন।

ব্যবসার ক্ষতি পোষাতে ও শ্রমিকদের বেতন পরিশোধ করতে তারা সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

জানতে চাইলে চাঁদনী চক বিজনেস সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ১১টি মার্কেটের ব্যবসায়ীরা একমত হয়েছি, মার্কেট খুলব না।’

১১টি মার্কেটের নাম জানতে চাইলে তিনি জানান, এ তালিকায় নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, নূর ম্যানশন, ইস্টার্ন মল্লিকা, চিশতিয়া, ধানমন্ডি হকার্স ইত্যাদি মার্কেট রয়েছে।

অপরদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ সিদ্ধান্তে খুলবে দেশীয় ফ্যাশন হাউসগুলো। তবে এ ক্ষেত্রে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি মানতে হবে। শুক্রবার (৮ মে) রাতে জরুরি বৈঠক করে এসব সিদ্ধন্ত নিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ডগুলোর সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)।

তবে চলমান পরিস্থিতিতে অনেক শপিংমল ও মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে- দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউ মার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট এবং মোতালেব প্লাজা।

৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্রেতার নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে কেনাকাটা করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে আরও বলা হয়, প্রত্যেক ক্রেতাকে নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ইত্যাদি সঙ্গে রাখতে হবে। করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে শপিংমল ও মার্কেট খোলা রাখার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ডিএমপি।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়