ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঠোঁট ও তালু কাটা শিশুদের ফ্রি চিকিৎসায় মেডিকেল মিশন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৯:০৩ পিএম


loading/img
ঠোঁট ও তালু কাটাসহ মুখের জন্মগত বিকৃতি নিয়ে জন্ম নেয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা শুরু।

ঠোঁট ও তালু কাটাসহ মুখের জন্মগত বিকৃতি নিয়ে জন্ম নেয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের লক্ষ্যে ঢাকায় ছয় দিনের এক বিশেষ মেডিকেল মিশন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর ফুলবাড়িতে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক ডা. মো. আ. রাজ্জাক সরকার, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির ও স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ডা. মো. মোখলেস উর রহমান বলেন, সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে। তিনি চিকিৎসা পেশাজীবীদের সেবার প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

আন্তর্জাতিক সংস্থা স্মাইল এশিয়া এবং বাংলাদেশের উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মিশন পরিচালিত হচ্ছে। মুখের বিভিন্ন জন্মগত বিকৃতির চিকিৎসায় বিশেষায়িত স্মাইল এশিয়ার ৩৯ সদস্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল এই মিশনে কাজ করছে, যার মধ্যে রয়েছে ১২টি দেশের ৩২ জন চিকিৎসক, নার্স, থেরাপিস্ট ও অন্যান্য চিকিৎসা পেশাজীবী।

বিজ্ঞাপন

প্রথম দিনে মাঠ পর্যায় থেকে বাছাই করা ১১৫ শিশুর শারীরিক ও প্যাথলজিক্যাল পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে প্রায় ১০০ জনকে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হবে। এরপর পাঁচ দিনে পর্যায়ক্রমে এসব শিশুদের অপারেশন করা হবে।

চিকিৎসা কার্যক্রমের উদ্দেশ্য শুধু শারীরিক ত্রুটি সারিয়ে তোলাই নয়; বরং শিশুদের কথা বলা, শ্বাস–প্রশ্বাস গ্রহণ, খাবার খাওয়ার স্বাভাবিক সক্ষমতা নিশ্চিত করা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং স্থানীয় চিকিৎসকদের দক্ষতা উন্নয়নেও এই মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ৭০০ শিশুর মধ্যে একজন ঠোঁট ও তালু কাটার মতো ত্রুটিসহ জন্মগ্রহণ করে এবং বাংলাদেশে প্রতিবছর এই ধরনের ত্রুটি সম্পন্ন শিশু জন্ম নেয় প্রায় ৫ হাজার।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সাজেদা ফাউন্ডেশন একটি জাতীয় উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রমের মাধ্যমে ৬০ লাখেরও বেশি মানুষকে সেবা দিয়েছে।

স্মাইল এশিয়া হলো ঠোঁট ও তালু কাটার মতো মুখের জন্মগত বিকৃতির চিকিৎসায় নিয়োজিত আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর একটি জোট, যারা এশিয়ার ২০টি দেশে চিকিৎসা মিশন ও সেবা কেন্দ্রের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার অস্ত্রোপচার সম্পন্ন করেছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |