• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

সেরা করদাতার সম্মাননা অর্জন করলেন মহিউদ্দিন মোনেম

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৯, ১৩:৫৮
করদাতা
এএসএম মহিউদ্দিন মোনেম

এবারও সেরা করদাতার সম্মাননা অর্জন করলেন এএসএম মহিউদ্দিন মোনেম। আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম পরপর ছয় অর্থ বছরে (২০১৩-২০১৪, ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯) বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত সেরা করদাতার সম্মাননা লাভ করেন।

সরকারের এই ধরনের পদক্ষেপকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের পদক্ষেপ আয়কর প্রদানকে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

মহিউদ্দিন মোনেম বলেন, অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয়করের হার কমানো হলে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে।

এ এস এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশ চেক রিপাবলিক-এর সম্মানসূচক দূত, একাধিকবার তথ্যপ্রযুক্তি রপ্তানিতে স্বর্ণপদকপ্রাপ্ত, রাষ্টপতি পদকে ভূষিত হয়েছেন এবং আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য তিনি বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ১১ বার সিআইপি হলেন মহিউদ্দিন মোনেম