ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি

আরটিভি নিউজ

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ০৫:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

এবারও সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের লটারিতে ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম টেলিটকের মাধ্যমে হবে। 

বিজ্ঞাপন

স্কুল শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম বুধবার (৩ নভেম্বর) সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে স্কুলপর্যায়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি করা হবে। এ বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার সংশোধিত নীতিমালা জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে রাজধানীর সরকারি-বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এফএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |