ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দিতে ভোট

বুধবার, ২৬ জুলাই ২০১৭ , ১০:৫৯ এএম


loading/img

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য ভোট দিয়েছে আমেরিকার হাউজ অফ রেপ্রেজেন্টেটিভ। এবারের এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

বিজ্ঞাপন

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ সম্পৃক্ততায় জড়িত ছিলেন। এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতি ছিল সেটি এখন হুমকির মুখে পড়েছে।

তবে এ বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ভেটো দেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো তিনি নেননি বলে জানাচ্ছে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

স্যাংশান বিল বা নিষেধাজ্ঞা বিল বলে ডাকা এ বিলের পক্ষে ভোট দিয়েছেন মোট ৪১৯ জন সদস্য। রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার ওপরও নিষেধাজ্ঞা দিতে ভোট দিয়েছেন হাউজ অফ রেপ্রেজেন্টেটিভের সদস্যরা।

এ বিলটি সিনেটে পাস হয়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য তা যথেষ্ট মাথাব্যথার কারণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

কিন্তু তিনি যদি ভেটো দেন তাহলে 'রাশিয়ার অতি সমর্থক' হিসেবে তার বিরুদ্ধে মার্কিন জনতার যে সন্দেহ ও অভিযোগ রয়েছে সেটি আরো ঘনীভূত হবে।

বিজ্ঞাপন

এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |