ইডেন মহিলা কলেজে সুন্দরী ছাত্রীদের দিয়ে অনৈতিক কাজ করানোর যে অভিযোগ উঠেছিল তার কোনো সত্যতা পায়নি তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেনে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরবর্তী সময়ে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাসমূহ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি।
এ ছাড়া সিট বাণিজ্য ও মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলেজ প্রশাসন বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন...সুন্দরীদের বাছাই করে কুপ্রস্তাব, ছাত্রলীগ নেত্রীর ভয়াবহ অভিযোগ
এর আগে, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গত ২৪ সেপ্টেম্বর রাত থেকে ২৫ সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। মূলত সিটবাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। একইসঙ্গে ছাত্রীদের দিয়ে অনৈতিক কাজ করানোরও অভিযোগ উঠে।
সে সময় কলেজের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী গণমাধ্যমকে বলেন, বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির (তামান্না জেসমিন রিভা) অনুসারীরা তাদের ছবি তুলে রাখেন। পরে সেখান থেকে সুন্দরীদের বাছাই করেন। পরে বাছাইকৃত মেয়েদেরকে রুমে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে খারাপ উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া হয়। কারণ, তারা ওই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চান।
পরে এ ঘটনা তদন্তে গত ২৫ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।