ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

লোকে লোকারণ্য জাবি শহীদ মিনার প্রাঙ্গণ

জাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:১৮ পিএম


loading/img

হৃদয়ে একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তারসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের সভাপতি, শিক্ষক, অফিসার, কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপাচার্যের সঙ্গে ছিলেন।

উপাচার্যের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, মহিলা ক্লাব, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন হল, বিভাগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে জাবি শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে উঠে। 

বিজ্ঞাপন

এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ভাষা দিবসের ওপর কবিতা, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |