‘লাল সবুজের দেশে’ নাটক প্রদর্শনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন দিনব্যাপী ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব’র পর্দা নেমেছে।
বুধবার (২২ মার্চ) রাতে থিয়েটার কুবি’র আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন কিষাণ থিয়েটার এই নাটক মঞ্চায়ন করে। জুয়েল কবির আকাশ রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন কৌশিক কুমার মহন্ত।
প্রদর্শনী শেষে কিষাণ থিয়েটারের নাট্যকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন থিয়েটার কুবির সভাপতি ইশতিয়াক আহমেদ, সংগঠনটির উপদেষ্টা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হকসহ অন্যান্য নাট্যকর্মীরা।
এর আগে গত ২০ মার্চ কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন উৎসবের উদ্বোধন করেন। উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘১৯৭১’। নাটকটির নির্দেশনায় ছিলেন তামিম আল হাসান, পুনর্নির্দেশনা দেন মোহন চক্রবর্তী। দ্বিতীয় দিন (২১ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশনায় উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক ‘এ মিড সামার নাইট’স ড্রিম’ মঞ্চস্থ হয়। রেজওয়ানা কবির সারার নববিন্যাসে নাটকটির নির্দেশনায় ছিলেন মাসউদ আহমেদ।
নাট্যোৎসবের বিষয়ে আয়োজক থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, যারা আমাদের নাটক দেখেছেন ও নাট্যোৎসব আয়োজনে সহযোগিতায় ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রত্যাশা আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে নাট্যোৎসব করব ও এমনই সমর্থন পাবো। থিয়েটার কুবি কুমিলা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সংস্কৃতি চর্চার যে অগ্রযাত্রা শুরু করেছে, তা অব্যাহত থাকবে৷
উল্লেখ্য, ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’- স্লোগানকে সামনে রেখে ২০১১ সালে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ২০১৯ সালে সংগঠনটি প্রথম বারের মত আয়োজন করে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৯’। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয়েছে ‘২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’।