জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপরাধে দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৯ জুন) রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম সোহাগ এ দণ্ড প্রদান করেন। এর আগে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তৃতীয় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে সোহেল রানা এবং ৪র্থ শিফটের পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদের ২৪নং কক্ষ থেকে মোস্তাফিজুর রহমান শাকিল নামের দুই যুবককে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোহাগ আলির ছেলে সোহেল রানা (২৮) ও ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার নূরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান শাকিল (২৩)।
জানা যায়, সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। নাজমুল নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি এ পরীক্ষা দিতে আসেন বলে জানান তিনি। অপরদিকে মোস্তাফিজুর রহমান শাকিল (২৩) মুঈন তাজদীদ মাহি নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসেন। তিনি জগন্নাথ বিশ্ববদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। শাকিল বলেন, জামালপুরের হাসানুজ্জামানের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়। মোট ৪ টি ইউনিটের পরীক্ষা দিয়ে যে কোনো একটিতে সুযোগ পেলেই টাকা দেওয়া হতো। গতকাল ‘সি’ ও ‘সি-১’ ইউনিটে পরীক্ষা দেওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।
ভর্তি জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট দুই অপরাধীর শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০-এর ৩(খ) ধারা অনুযায়ী ও ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ অনুযায়ী অপরাধীদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে তিন দিনের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।