ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোস্তফা ফিরোজ

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ১১:০৪ পিএম


loading/img
সংগৃহীত

আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দীর্ঘ প্রায় ১ বছর শূন্য থাকার পর এই পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর। উক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জানা যায়, এর আগে ২০১৮ সালের ১৪ আগস্ট উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পান পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরুল আলম। গত বছরের ১ মার্চ উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্বে থাকা অবস্থায়ই উপাচার্যের রুটিন দায়িত্ব প্রাপ্ত হন। গত বছরের ১৪ আগস্ট তার উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ হয়। এরপর থেকে ১১ মাস পর্যন্ত শূন্য ছিল গুরুত্বপূর্ণ এ পদটি। ফলে প্রশাসনিক কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানানা। প্রায় ১ বছর পর উপ-উপাচার্যের শূন্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজকে নিয়োগ দেওয়া হল।

অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে তিনি প্রভাষক পদে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি অর্জন শেষে ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বন্যপ্রাণীর বাস্তুশাস্ত্র, ব্যবস্থাপনা এবং সংরক্ষণ নিয়ে ১৯৯০ সাল থেকে কাজ করে আসছেন এবং তিনিই বাংলাদেশে প্রথমবারের মতো ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি, ইন্সটিটিউট অব কোয়ালিটি এস্যুওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

তিনি ২০০৫ সাল থেকে দেশের বন্যপ্রাণী সংরক্ষণের প্রচার ও প্রসারে কাজ করছেন। দেশি-বিদেশি জার্নালে প্রায় ১৭৩ টি গবেষণা প্রবন্ধ লিখেছেন, লেখক এবং সহ-লেখক হিসেবে ১৮টি বই প্রকাশ করেছেন এবং বিশ্বের প্রায় ১৩টি দেশে ৪১টি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে তিনি প্রায় ৫৭ টি গবেষণা প্রকল্পের সমন্বয়ক ও প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি ২০০৬-২০১৮ সাল পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সদস্য এবং প্রায় ২১টি দেশি বিদেশি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা, গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি ২০১৪ সালে ‘বঙ্গবন্ধু বণ্যপ্রাণী সংরক্ষণ পুরষ্কার’ লাভ করেন।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |