ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ক্যারিয়ার গড়তে আগের মতো মেধাবীরা বিদেশ যাচ্ছে না : শিল্পমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ , ০৫:৪৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উদ্যোক্তাদের কর্মতৎপরতায় দেশব্যাপী শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। দেশে বিভিন্ন পর্যায়ে সুযোগ-সুবিধা বেড়েছে। মানুষের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। ক্যারিয়ারের জন্য মেধাবীদের এখন আর আগের মতো বিদেশ যেতে হচ্ছে না। বর্তমান সময়ে মেধাবীদের বিদেশমুখিতা কমেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) আয়োজিত  স্নাতক প্রকৌশলীদের জন্য ‘On-Campus Hiring Event 2023’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। চতুর্থ শিল্প বিল্পবের ভিত্তি হিসেবে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্প বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনী সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণসহ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই শিল্পখাত গঠনেও শিল্প মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

বুয়েট উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ, বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জব্বার। এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বুয়েট। গবেষণাকে এগিয়ে নিতে ২০২০ সালে ‘রাইজ’ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশি-বিদেশি ৪০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাইজ। রাইজের মাধ্যমে দেশি-বিদেশি অর্থায়নে ৪৫টি গবেষণা প্রকল্প পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া প্রতি বছর রাইজের মাধ্যমে বুয়েট নিজস্ব অর্থায়নে অভ্যন্তরীণ ১০টি নির্বাচিত গবেষণা প্রকল্পের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |