ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জিয়া হায়দার স্মারক বৃত্তি পাচ্ছেন ঢাবির ১৪ শিক্ষার্থী

আরটিভি নিউজ

শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ স্বীকৃতিস্বরূপ ১৪জন শিক্ষার্থী ‘অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি’ লাভ করেছেন।

বিজ্ঞাপন

রোববার (৩ সেপ্টেম্বর) নাটমণ্ডলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দিবেন।

স্বাগত বক্তব্য রাখবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি তহবিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, অধ্যাপক জিয়া হায়দার ১৯৩৬ সালের ১৮ নভেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমেরিকার হাওয়াই ইউনিভার্সিটি থেকে নাট্যকলা বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।  

এছাড়া, তিনি আমেরিকার নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং জার্মানি ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। জিয়া হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের নাট্যকলা শিল্পের বিকাশ ও উৎকর্ষ সাধনে তিনি অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি নাটক, নাট্যসাহিত্য ও নাট্যতত্ত্বের উপর অসংখ্য গ্রন্থ রচনা করে গেছেন।

বিজ্ঞাপন

ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ২০০৮ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |