ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

আওয়ামী লীগকে ফের ক্ষমতায় দেখতে চান জবি উপাচার্য

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ , ০৬:৩৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে এসেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করেছি। যেন আসন্ন নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। এ সরকার যেন ক্ষমতায় আসে। সে প্রতিজ্ঞাই আমরা করেছি।

বিজ্ঞাপন

সাদেকা হালিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা প্রকট থাকায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম। নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য দ্রুত কয়েকটি আবাসিক হল নির্মাণ করা খুবই জরুরি। কারণ, কোনো বিশ্ববিদ্যালয়ে ভৌত কাঠামো না থাকলে সেখানে কাজ করা কঠিন হয়।

তিনি বলেন, দুঃখজনক হলো এখানে খেলাধুলার মাঠ নেই। একটি মাঠ থাকলেও এখন তা বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। নতুন ক্যাম্পাস হওয়াও সময় সাপেক্ষ। টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর নিকট আমি আহ্বান জানাবো শিক্ষার্থীদের জন্য মাঠ দিতে হবে।

জবি উপাচার্য বলেন, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা ও গবেষণা ভাতা বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। খুব দ্রুতই এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রোগ্রাম চালু করতে চাই।

বিজ্ঞাপন

জবি উপাচার্য আরও বলেন, জবিতে ডিনস অ্যাওয়ার্ড অনুমোদিত হয়েছে। কিন্তু ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু নেই। ধারাবাহিকভাবে সুচিন্তিত পরিকল্পনায় ধাপে ধাপে এগুলো নিয়ে কাজ করব।

বিজ্ঞাপন

এ সময় সমাধিসৌধের পাশে এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

জবি ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতি, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সমিতির নেতারা, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |