ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঢাবির খাসির মাংসের তরকারিতে মিলল ১০ টাকার নোট

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জুন ২০২৪ , ০৬:২২ পিএম


loading/img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার একটি নোট পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) দুপুরে হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

তরকারিতে ১০ টাকার নোট পাওয়া শিক্ষার্থী কাজী শামীম জানান, দুপুরে খাওয়ার জন্য খাসির মাংস অর্ডার করি। খাবার দেওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে ১০ টাকার নোট। পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি দুঃখ প্রকাশ করে খাবার রিপ্লেস করে দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের এই শিক্ষার্থী।

ক্যানটিনে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরাও খাসির মাংস অর্ডার করেছিলাম। কিন্তু এটি দেখার পর খাওয়ার রুচি পাইনি। তাই আর খাইনি।

ক্যানটিনের পরিচালক রিপন মোহাম্মদ বলেন, জুমার নামাজের পর সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |