ঢাকা

‘দ্রুত পরীক্ষার রুটিন প্রকাশ ও হল নির্মাণের দাবি শাবি শিক্ষার্থীদের’

শাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ অক্টোবর ২০২৪ , ০৬:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে আবাসন সংকট দূরীকরণে নতুন আবাসিক হল নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া, শোয়াইব আহমেদ, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, আবদুল্লাহ মো. সাদ ও গণিত বিভাগের শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন বন্ধের পর সচল হয়েছে শাবি। এখন পর্যন্ত অনেক বিভাগে পরীক্ষার রুটিন দেওয়া হয়নি। অতি দ্রুত রুটিন প্রকাশ করে সেমিস্টার ফাইনাল সম্পন্নের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, শাবিতে আবাসন সংকট এখনো কাটেনি। নতুন প্রশাসন আবাসন সংকট দূরীকরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |