ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৩ নভেম্বর ২০২৪ , ০৮:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর পদে
নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। ওই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ও ‘বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা’ নিয়ে পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইন্সটিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, রিমোট সেন্সিং এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ড. ইসলাম যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন; একই সঙ্গে অনারারী শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন। দেশি, বিদেশি জার্নালে তার প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধ শতাধিক।

এ ছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট গবেষণা প্রতিনিধি, বায়ো ডাইভারসিটি রিসার্চ গ্রুপ অফ বাংলাদেশ, যুক্তরাজ্যের রিভার সায়েন্স নেটওয়ার্ক, ডিউক অব এডিনবরা, ন্যাশনাল ওশেনোগ্রাফিক এন্ড মেরিটাইম ইনস্টিটিউটে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় ভূগোল সমিতির নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |