শিক্ষার্থীদের অনশনে একাত্মতা জানিয়ে জবি উপাচার্যকে শিবিরের ৬ দাবি

আরটিভি নিউজ

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৯:১৬ পিএম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর এবং হল নির্মাণসহ সব দাবির ভিত্তিতে শিক্ষার্থীদের চলমান অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ‘ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা’।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় অনশনে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারি রিয়াজুল ইসলাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতকরণ, জকসু নির্বাচন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক উন্নয়নে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

শাখা ছাত্রশিবিরের দাবিসমূহ হলো—

১.অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

২. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তর করে শিক্ষার্থীদের জন্য উন্নত শিখন ও গবেষণা পরিবেশ নিশ্চিত করা।

বিজ্ঞাপন

৩. নতুন ক্যাম্পাস, জকসু ও আবাসন সংক্রান্ত কাজ তদারকির জন্য ছাত্র-শিক্ষার্থীদের সমন্বয়ে একটা টিম/ কমিটি গঠন করতে হবে।

৪. ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে প্রতি মাসে কমপক্ষে একবার ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে।

৫. অস্থায়ী হল নির্মাণ করে অগ্রাধিকার ভিত্তিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।

৬. ছাত্রশিবিরের প্রস্তাবিত (১৭ দফা) দাবীগুলো অতিদ্রুত দৃশ্যমান কাজে রূপান্তরিত করতে হবে।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জবি ছাত্র শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, ‘আমরা শুরু থেকেই সেনাবাহিনীকে কাজ হস্তান্তর, অস্থায়ী আবাসনসহ নানা দাবি জানিয়ে এসেছি। এরপর সেনাবাহিনীকে কাজ দেওয়ার জন্য আন্দোলনও হয়। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীকে কাজ দেওয়ার বিষয়টি ধীরগতিতে আগায়।’

তিনি বলেন, ‘দুই মাসের বেশি হয়ে গেছে। আজ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে গণ-অনশন পালন করছে। আমরা ছাত্রশিবির থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। ভিসি স্যারকেও এই দাবির পক্ষে স্মারকলিপি দিয়েছি।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission