ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০১:০৬ পিএম


ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে
সংগৃহীত ছবি

নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে তাদের দক্ষ ও প্রশিক্ষিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’। শুক্রবার (১৭ জানুয়ারি) মহাখালীতে অবস্থিত এই ইন্সটিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

বিজ্ঞাপন

তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা ও এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. একেএম জাফরউল্লাহ, ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতাল এর নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানাসহ অনেকে। 

বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে, এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, এই ইনস্টিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশের নার্সিং শিক্ষার ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করবে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission