রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বেলুন ফেস্টুন উড়িয়ে সভা উদ্বোধন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. সালেহ্ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মঈন উদ্দিনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্যে সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সকল ধরনের কর্মকাণ্ড সফল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
আরটিভি/এএএ /এআর