ঢাকা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জবি ছাত্রদলের ২ নেতাকে শোকজ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:২৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে শোকজ করেছে। সেইসঙ্গে নির্ধারিত সময়ের মাঝে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকাবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |