ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের মাদরাসায় ফাজিল (অনার্স) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হবে এ পরীক্ষা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ২৫ মে থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরটিভি/এফএ