ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পুনরায় ঢাবির গ ইউনিটের পরীক্ষার তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১১:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ মে নেওয়া হবে। এদিন বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। 

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসতে হবে না। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফলাফল প্রকাশ আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে, গত রোববার (১৩ এপ্রিল) ব্যবসায় শিক্ষা ইউনিটে (গ ইউনিট) নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |