ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৩:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিনা কারণে দপ্তরের বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ এবং যাদের ইউনিফর্ম ও ব্যাজ দেওয়া হয়েছে তাদের তা পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনের সই করা মঙ্গলবার (৬ মে) প্রকাশিত এক আদেশে বলা হয়েছে, অফিস চলাকালীন সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করা যাবে না। সেইসঙ্গে যেসব কর্মচারীকে ইতোমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। 

একইসাথে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, এই অফিস আদেশের বাস্তবায়ন নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |