ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

হল না ছাড়ার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৭:১১ পিএম


loading/img
সংগৃহীত ছবি

প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা।  

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সন্ধ্যায় শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অনড়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আরও জানান, শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। 

এর আগে, সকাল থেকে পাঁচ দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকেলে কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের ঘোষণা করেন এবং রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়।

অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল ২২ জুন থেকে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। সব ছাত্রছাত্রীকে দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।’

বিজ্ঞাপন

তবে নির্দেশনা আমলে না নিয়ে হল ত্যাগ না করার ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। 

বিজ্ঞাপন

তাদের দাবিগুলো হলো—১. দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট পাস, ২. নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, ৩. নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন, ৪. পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা ও ৫. কার্যক্রমে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

আরটিভি/টি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |