নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন ছাত্রীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই বিবি খাদিজা হলে থাকতেন।
আজ বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ১৫ নভেম্বর হলের আবাসিক শিক্ষার্থী কর্তৃক মাদক (গাঁজা) সেবন বিষয়ক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও শাস্তিপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন হল অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট ড. মো. আতিকুর রহমান বলেন, হলে যারা অবৈধভাবে অবস্থান করেছে তাদেরকে কয়েকদিনের মধ্যে বৈধ হতে হবে নতুবা হল ত্যাগের নির্দেশ দেওয়া হবে।
এজে/ এমকে