ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চুয়েটে মাদক সেবনের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকদের ওপর হামলা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ , ০৭:১৯ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রাঙ্গণে মাদক সেবনের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আইদিদ আলমের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে দিন দিন মাদকসেবীর সংখ্যা বাড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। পরে চুয়েট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী গত মঙ্গলবার মাদক সেবনের বিরুদ্ধে ফেসবুক একটি পোস্ট করেন। তার এমন লেখায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা আইদিদের নেতৃত্বে একটি দল বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সমিতির সভাপতি জিওন আহমেদ ও সাধারণ সম্পাদক সায়েদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ডাকেন। এ সময় তাদের আটকে রেখে লেখালেখি না করতে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এরপর বিকেল ৪টায় ফের গোলাম রব্বানীকে ডেকে মারধর করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চুয়েট সাংবাদিক সমিতি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা ৪৮ ঘণ্টার মধ্যে ডোপ টেস্ট এবং হামলার ঘটনায় আইদিদ আলম, ইমরান হাসান মুরাদ ও শেখ নাহিয়ানকে বহিষ্কারের দাবি জানায়। এরপর জড়িতদের বহিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দেয়।

এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম বলেন, ফেসবুকে পোস্ট করা নিয়ে শিক্ষার্থীর ওপর চড়াও হওয়া ঠিক হয়নি। গায়ে হাত তোলার অধিকার তাদের নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি বিষয়টি ছাত্রকল্যাণ পরিচালককে আজই জানাবো। অভিযোগ খতিয়ে দেখে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |