জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষায় সকল বিভাগের প্রথম স্থান অধিকারী ৪০ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় জাবির সিনেট অধিবেশন কক্ষে এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম।
বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (ডিসি) মো. আ. আহাদ স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এই বৃত্তির পরিধি বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
এতে আরও বক্তব্য রাখেন সাবেক কর কমিশনার বজলুল কবির ভূইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবদুল বাকী।
বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের মোট ৪০ জন শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকার চেক ও সম্মাননা সনদ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বিসিএস অফিসার্স ফোরামকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামীতে এমন কর্মসূচিতে অংশগ্রহণের সংকল্পও ব্যক্ত করেন।