ঢাকাMonday, 12 May 2025, 29 Boishakh 1432

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া সাউন্ড বক্স-মাইক বাজানো নিষেধ

আরটিভি নিউজ

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ০৬:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভেতরে অনুমতি ছাড়া সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রয়োজনে প্রক্টরের লিখিত অনুমতি নিয়ে এগুলো ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

শব্দদূষণ রোধে  রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভেতরে শব্দদূষণ রোধে যেকোনো ধরনের সাউন্ড অথবা মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে সাউন্ড অথবা মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের লিখিত অনুমতি নিতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা শব্দদূষণ রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আশপাশে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ ও সংগঠনের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হয়। এ ছাড়া ক্লাস চলাকালীন মাইক বাজানো হয়। এতে ক্লাস থাকা শিক্ষার্থী ও হলের আবাসিক শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এ ছাড়া শব্দদূষণ তো হচ্ছেই। এ জন্য অনুমতি ছাড়া কেউ যেন আর সাউন্ড বক্স বা মাইক ব্যবহার না করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |