ঢাকাFriday, 09 May 2025, 26 Boishakh 1432

বশেমুরবিপ্রবিতে উদ্যোক্তা উৎসব

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ১১:২৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগ উদ্যোক্তা উৎসবের আয়োজন করেছে। তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এ ধরনের উৎসব আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ঈশিতা রায়, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরেফিন, কেন্দ্রীয় ক্যাফেটিয়ার প্রশাসক ড. বশির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |