ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জাকসু নির্বাচন ২১ মের মধ্যে

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

আগামী মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

বিজ্ঞাপন

এর আগে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষকদের ওপর হামলার বিচারের দাবিতে নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানায় জাবি শাখা ছাত্রদল। এ প্রেক্ষিতে ১০ সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে জাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কারসংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছিল।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |