ঢাকা

জাবির ভর্তি পরীক্ষা, প্রতি ঘণ্টায় ঢাকা-ক্যাম্পাস বাস সার্ভিসের ব্যবস্থা

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২০ পিএম


loading/img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ। এ ছাড়া যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে৷ 

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. আওলাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন৷ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে। যেখানে মোটরসাইকেল এলাউ করা হচ্ছে না এবং গাড়িসমূহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এই কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের (ভারপ্রাপ্ত শিক্ষক) প্রফেসর মো. আওলাদ হোসেন বলেন, ‘ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমাতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেইট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে রোববারের মিটিংয়ে। এই বিশেষ সার্ভিস ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত চলবে।’ 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |