ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চবির সহকারী প্রক্টরকে নারী শিক্ষার্থীর থাপ্পড়, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক নারী শিক্ষার্থী। তার নাম আফসানা এনায়েত এমি। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে শেখ হাসিনা হলের নারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার এক পর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীর গালে থাপ্পড় মারেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি।

বিজ্ঞাপন

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলী বলেন, আমরা সেদিন আমাদের দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা হলে গিয়েছিলাম। আমরাতো কারও শত্রু না। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের কথা শুনতে রাজি ছিল না। এর একপর্যায়ে আফসানা এনায়েত ইমি নামের এক শিক্ষার্থী আমার শরীরে আঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আফসানা এনায়েত এমিকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় চবি শাখা ছাত্রদল রাতে বিক্ষোভ করেছে। চবি শাখা ছাত্রশিবিরও ঘটনার নিন্দা জানিয়েছে।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |