নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

আরটিভি নিউজ 

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০২:১০ পিএম


নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সারাদেশে নারীর প্রতি অব্যাহতভাবে চলা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

এ ছাড়া প্রতিবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করেন রসায়ন, ইংরেজি, লোকপ্রশাসনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানানো পাশাপাশি ধর্ষকের ফাঁসি দাবি করেছেন তারা।

বিজ্ঞাপন

ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন ঢামেকের নারী শিক্ষার্থীরা। এসব ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, এ রকম বিভিন্ন দাবি লেখা ছিল শিক্ষার্থীদের হাতে থাকা পোস্টারে; কণ্ঠেও ছিল একই স্লোগান।

DMC

শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের।

Private

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়ও বিক্ষোভ মিছিল হতে দেখা গেছে। দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইসঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন। একই কর্মসূচি রয়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও।

আরটিভি/এসএইচএম/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission