ঢাকাMonday, 12 May 2025, 29 Boishakh 1432

নোবিপ্রবির বাংলা সংসদের ভিপি ফাহিম, জিএস আরিফ

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ১০:০১ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভিপি নির্বাচিত হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এস এম ফাহিম এবং জিএস নির্বাচিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমত উল্ল্যাহ্ আরিফ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

এ ছাড়াও সংসদে শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. আরিফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হন রকিবুল হাসান, সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. তুহিন আলম, ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাবেদ হাসান, সহসাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রাশেদ মাহমুদ। সহশিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. ইমরান খান।

বিজ্ঞাপন

সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হন মমতাজ বেগম, প্রচার বিষয়ক সম্পাদক মুবাশ্বের আহমেদ আপন, সহসংস্কৃতি সম্পাদক তৌফা সরকার, সহক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফিরোজ আহমেদ, সহপ্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন সজিব উদ্দিন, সহসংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাকিলা আক্তার, সহক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোল্লা মো. আবু জুবায়ের। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন খাদিজা আক্তার, মো. সাঈদী হাছান, মাহবুবা সুলতানা, আহমেদ বিন শাহ আলম, হাফসা কবির ঐশী, মাসুম বিল্লাহ, শানিনা নাহার ইরিন, শাহাদাত হোসেন শাওন, মেহেদি হাসান, মাজেদা বেগম।

নবনির্বাচিত জিএস রহমত উল্যাহ বলেন, আমাকে এ গুরুদায়িত্ব দেয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি যাতে করে বাংলা বিভাগ কে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।

বিজ্ঞাপন

নব নির্বাচিত ভিপি বলেন, যেহেতু প্রথমবারের মতো বাংলা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের সকল ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছেন। এজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই বাংলা সংসদ গঠনের জন্য ১৪ ব্যাচের সিনিয়রদের অবদান অপরিসীম। তাই তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, বাংলা সংসদের সভাপতি দায়িত্ব পান বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি মাসুদ রহমান, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান সহকারীঅধ্যাপক  তিথি দেবনাথ ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান প্রভাষক চারমিন সুলতানা এবং সংসদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হলেন সহকারী অধ্যাপক ড. শুভেন্দু সাহা।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |