মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুরআন উপহার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১৮ মার্চ) এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৫০০ পিস কুরআন উপহার দেওয়া হয়েছে।
জানা যায়, কুরআন উপহার বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৫০০ পিস কুরআন উপহার দেবে ছাত্রশিবির। কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ৫০০ পিস কুরআন বিতরণ করা হবে। মঙ্গলবার এ কর্মসূচির প্রথম দিন ছিল।
শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কুরআন উপহার গ্রহণ করেছেন শিক্ষার্থীরাও।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত অর্থসহ কুরআন পড়া। শিবির আমাদের এ কাজটি করতে উৎসাহ দিচ্ছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও ছাত্রশিবিরের এমন কার্যক্রম চলমান থাকবে।
এ বিষয়ে শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্যই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই রমজানে ২ হাজার ৫০০ পিস কুরআন বিতরণ করার প্রকল্প হাতে নিয়েছি। আজ ৫০০ পিস উপহার দিয়েছি। পর্যায়ক্রমে প্রতিদিন ৫০০ পিস করে উপহার বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, আশা করি এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা কুরআন পড়ে কুরআনের আলোকে জীবনকে পরিচালনা করতে পারবেন। ভালো মানুষ হিসেবে গড়ে উঠে সমাজকে কুরআনের আলোকে গড়ে তুলতে সর্বাত্মক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।
আরটিভি/এমকে-টি