বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯-২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম খতিয়ে দেখতে পাঁচ সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ঈকরামুল হক এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ।
কমিটি প্রয়োজন মনে করলে বহিঃস্থ বা অভ্যন্তরীণ আরও তিনজন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে।
আরটিভি/এসএইচএম/এআর