২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগত শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে ছাত্রদল ও ছাত্রশিবির।
হেল্প ডেস্কে ভর্তিচ্ছুদের জন্য ব্যাগ ও মোবাইল রাখার নিরাপদ ব্যবস্থা, প্রয়োজনীয় তথ্য প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল ও তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা এ উদ্যোগ নিয়েছি, যাতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারে।
জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী জবিতে এসেছে। অনেকেই একা এসেছে, তাই তাদের ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার স্থানসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে শিবিরের নেতাকর্মীরা।
আরটিভি/এমকে