ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গুচ্ছ পরীক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদল

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২:৫৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিভাগীয় শহরগুলোর মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির পরীক্ষা। ‍আর ‍এই ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন সে উদ্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করা হয় ছাত্রদলের মানবিক সহায়তা কেন্দ্রে। সেখানে রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন। এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল।

বিজ্ঞাপন

শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে। বিশেষত ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সকল প্রয়োজনে পাশে থাকা।

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা-ব্যাপী গুচ্ছভুক্ত সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |