ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গণতন্ত্র ও সহাবস্থানের মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ড. মাসুদ

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১০:৩৮ পিএম


loading/img
ড. শফিকুল ইসলাম মাসুদ: ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্য নয়, সারাবিশ্বে গণতন্ত্র ও সহাবস্থানের মডেল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের  ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন

তিনি বলেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে গেইট দিয়ে ঢুকতে গেলে কিংবা অন্য দলের ছাত্রনেতারা ক্লাস পরীক্ষায় অংশ নিতে গেলে ছাত্রলীগের হামলার শিকার হতো, অনুমতি নিতে হতো। কিন্তু আজ সেই একই বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবেশ করেছি, একই মঞ্চে বক্তব্য দিয়েছি, শিবির ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠন একই মঞ্চে আছে, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য রোল মডেল। এমন সুন্দর পরিবেশ তৈরিতে ভূমিকার রাখার জন্য আমি জবির শিক্ষকদের ধন্যবাদ জানাই। 

বিজ্ঞাপন

ফ্যাসিবাদ পতনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সাংবাদিকরা। এই সাংবাদিকরাই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। বিশেষ করে ওই সাংবাদিককে—যিনি হাসিনাকে কোটা নিয়ে প্রশ্ন করেছিলেন, তার জবাবে হাসিনা বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে? ওই সাংবাদিককে ধন্যবাদ দিয়ে বলতে চাই—তিনি প্রশ্ন করে শুধু ফ্যাসিবাদের পতনই করেননি, নতুন এক বাংলাদেশের জন্ম দিয়েছেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। 

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজামুল হক নাঈম ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |