ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জবিতে ৫ শতাধিক নবীন শিক্ষার্থীকে শিবিরের কোরআন উপহার

‎জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১০:২৪ এএম


loading/img
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ শতাধিক কোরআন বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাসের দিনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শাখা ছাত্রশিবির জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কোরআন সংগ্রহ করতে পারবেন। সারা দিনব্যাপী এ কার্যক্রমটি পরিচালিত হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবেন।

‎এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষার্থীদের মাঝে কোরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিষ্ট্রেশন করেছিলেন তাদেরকেও দেওয়া হবে। দিনব্যাপী এ কর্মসূচিতে ১ হাজার শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো বিকশিত করাই আমাদের লক্ষ্য। জ্ঞানের আলোই আলোকিত হবে সকল শিক্ষার্থীর অন্তর, এটাই কামনা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |